কী অপরূপ রূপ যে তোমার
সবুজ আঁচল ঢাকা,
সাধ্য কি মোর হবে মা’গো
তোমার চিত্র আঁকা?
তোমার অঙ্গে হাজার ধারায়
স্রোতস্বিনী বহে,
উজান ভাটির বদ্ধন এঁকে
প্রাণের কথা কহে।
সবুজ শাড়ির আঁচলে রয়
ফুল ফসলের মেলা,
তারই গন্ধে বছর জুড়ে
চলে আলোর খেলা।
মৃদু লয়ে সমীরণ বয়
তোমার অঙ্গ জুড়ে,
আনন্দ গীত গায় যে পাখি
কিচিরমিচির সুরে।
বিশ্বময়ে নাই কিছু আর
মা’গো তোমার তুল্য,
রক্ত রাঙা বিশাল সাগর
হয় যে তোমার মূল্য।
ধন্য মা’গো তোমার গর্ভে
জন্ম নিয়ে আমি,
অপরূপা ভূমি তুমি
বিশ্বে শ্রেষ্ঠ দামী।