ডেক্স রিপোর্টঃ হাবিব ওয়াহিদ সুজন
নাম:- গ্র্যাজুয়েট চাওয়ালা
লেখক:-হাবিব ওয়াহিদ সুজন
প্রকাশক:- প্রিয় বাংলা
ধরন:- উপন্যাস (ক্রাইম এবং রোমান্টিসিজম)
ভূমিকা:- আজকের এই সময়ে বই পড়তে কে না চায়। প্রত্যেকটা মানুষ কোন না কোন ভাবে বই এর সাথে সম্পৃক্ত। যারা বই এর সাথে কোন না কোন ভাবে সময় কাটান, অবসর সময়, একাকিত্ব উদযাপন করেন বই এর সাথে তাদের সকলের প্রতি একটা চাওয়া যদি সুযোগ হয় বইটা ছুয়ে দেখার আমন্ত্রণ রইলো।
মুল কনসেপ্ট:- মানুষ বড় বিচিত্রময় একটা প্রানী। জীবনে চলার তাগিদে ভাগ্য কখন কোথায় কাকে দাড় করিয়ে দেয় সেটা কেউ অনুমেয় করতে পারে না। তবে প্রতিটা মানুষের জীবনের আড়ালে রয়েছে এক অজানা গল্প। যা কেউ কখনো ভাবতেও পারে না। যে গল্পগুলোর মধ্যে কে নায়ক আর কে খলনায়ক সেটন বুঝা যায় না। দুইটা ক্যারেক্টারই একই লাইনে চলে। প্রযোজনের তাগিদে দে নায়ক আবার প্রয়োজন শেষে খলনায়ক। নায়ক আর খলনায়ক কে কেন্দ্র করেই প্রবাহমান হয় এক একজনের জীবনের গল্প। জীবন কখন কাকে কি ভাবে ব্যাবহার করবে সেটা সে নিজেও জানে না। আর এ সবকিছুকে ছাপিয়ে বয়ে যেতে হয় জীবনের তরী। যেখানে সে কখনো মাঝি, আবার কখনো পেসেঞ্জার হয়ে চলতে হয় জীবনের তরী। একটা মানুষ সকাল সন্ধ্যায় অভিনয় করতে হয়, নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। তার আসে পাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য। এ জীবন যুদ্ধের এ খেলায় কে নায়ক আর কে খলনায়ক সেটা সে নিজেও জানে না, জানে শুধু একমাত্র ওপর ওয়ালা।
কেন পারবেন:- পুরো উপন্যাসের মধ্যে দুটি দিক রয়েছে। ভালোবাসা বন্ধুত্ব, এবং ক্রাইম আর অপরাধ। প্রতিটা বিষয় তাদের নিজস্ব কক্ষপথে চলে। ভালোবাসা, এবং বন্ধুত্ব একই পথে চলতে পারে না, আক্ষরিক অর্থে বিষয়টি খারাপ দেখা গেলেও উপন্যাসের প্রতিটা পৃষ্ঠায় তার প্রমান রয়েছে, ভালোবাসা এবং বন্ধুত্ব কখনো এক পথে চলতে পারে না। ভালোবাসা বন্ধুত্ব যেমন একই কক্ষপথে চলতে পারে না তেমনি ক্রাইম এবং অপরাধ চলতে পারে না। তবে একে অপরের সম্পূরক হয়েই চলে। ভালোবাসা বন্ধুত্ব আইন এবং অপরাধ কেন এক পথে চলতে পারে না তা জানতে, মনের মনিকোঠায় একটু ইচ্ছে হলেও ছুয়ে দেখার আমন্ত্রণ রইলো গ্র্যাজুয়েট চাওয়ালা উপন্যাস টিকে।
উল্লেখযোগ্য সংলাপ:-:চোখের সামনে প্রিয় মানুষের মুখে হাছি দেখলে অন্তকার মনও আলোকিত হয়ে পরে।