1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

আমার দেখা বাংলাদেশ — মোছাঃ সাথী খাতুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

আমার দেখা বাংলাদেশ

মোছাঃ সাথী খাতুন

 

সবুজের বুক চিরে, নদী বয়ে যায়,

ফসলের খেতে ধানের গন্ধে মধুর ছোঁয়া পাই।

পাখির ডাকে ভোরের আলো মেলে হাত,

এই তো আমার বাংলাদেশ, হৃদয়ের প্রিয় আকাশ।

 

নদীর তীরে দাঁড়িয়ে শুনি স্রোতের গান,

পদ্মা, মেঘনা, যমুনা, যেন চিরন্তন প্রাণ।

হাওরের জলে খেলে কিশোরীর স্বপ্ন,

বাংলার মাটি চিরকাল রাঙায় মুক্তি-সন্ধান।

 

আকাশে মেঘ, বৃষ্টির রূপ, রোদ ঝলমল দিন,

প্রকৃতির খেয়ালে আঁকা এই দেশ যেন চিরসুন্দর বিন।

জল আর জঙ্গলের মিতালি যেখানে,

আমার বাংলাদেশ, ভালোবাসায় ভরা এক দিগন্ত রঙে।

 

ভাষার জন্য রক্ত দেওয়া একুশের পথ,

মুক্তির লাল সূর্যে লেখা স্বাধীনতার শপথ।

লাল-সবুজের পতাকায় জ্বলে আত্মার দীপ্তি,

এই দেশ আমার, আমার হৃদয়ের সুরভি।

 

কৃষকের কাস্তে, জেলের জালে জীবনের গান,

মাটি আর মানুষের মিলনে গড়া এই প্রাঙ্গণ।

আমার দেখা বাংলাদেশ, অনন্ত ভালোবাসা,

জীবনের প্রতিটি কোণে খুঁজে পাই যার আশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park