নিজস্ব প্রতিবেদনঃ
ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার। শিক্ষার সাথে আগামীর পথে-- যার মূল লক্ষ হচ্ছে নতুন ধারায় সাহিত্যকে সকলের মাঝে ছড়িয়ে দেয়া। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার হলো একটি পাক্ষিক অনলাইন ই-পত্রিকা। এটি ৩০ জুন ২০২২ সালে বগুড়া থেকে প্রতিষ্ঠিত হয়। (বর্তমান প্রকাশ স্থানঃ ডুয়েট গেট, জয়দেবপুর, গাজীপুর)। প্রতিষ্ঠা করেন দুজন সাহিত্যপ্রেমী মোঃ নাছিম প্রাং (প্রতিষ্ঠাতা ও সম্পাদক, ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার) এবং জাহিদুল ইসলাম কনক (সহ-সম্পাদক, ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার)। তারা দুজনই বগুড়ার টিএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট (টিটিআই) এর ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। বর্তমানে দুজনই অধ্যয়ন করছেন গাজীপুরের বিএসসি তে। তাদের দুজনের প্রচেষ্টার মাধ্যমেই অনেক গুণী কবি ও লেখকগণ বিনামূল্যে তাদের কবিতা প্রকাশ করে সকলের সামনে তুলে ধরতে পারছেন।
ইচ্ছাশক্তি ই-পত্রিকার প্রতি সংখ্যায় ১০০+ জনেরও বেশি লেখক তাদের কবিতা প্রকাশ করতে পারছেন এবং দেশের ৬৪ জেলা থেকেই ইচ্ছাশক্তির সদস্য রয়েছে এমনকি ভারতের পশ্চিমবঙ্গের ও অনেক লেখক ইচ্ছাশক্তির সাথে সংযুক্ত রয়েছেন। এটি আমাদের অনেক বড় পাওয়া এবং সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সকল সদস্যরা এখানে পরিবারের মতো। সকলের মন্তব্য কে গুরুত্ব দেওয়া হয় এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে ইচ্ছাশক্তি এগিয়ে যাবে এই আশাই আমরা করি। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সকল সদস্যদের মূল লক্ষ্য একটাই আর সেটি হলো সাহিত্য কে সমগ্র দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং তার জন্য ইচ্ছাশক্তির সকল সদস্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী যে ভবিষ্যতে ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার কে আমরা দেশের একটি বৃহৎ সাহিত্য পত্রিকা হিসেবে গড়ে তুলতে পারবো। এরই পরিপেক্ষিতে আজ ৩০ আগস্ট ২০২৪ ইং ইচ্ছাশক্তির নিজস্ব ওয়েবসাইট প্রদর্শিত হলো।
ওয়েবসাইটে শুধু সাহিত্যিক বিষয় নয় এটি সমগ্র বাংলাদেশের নিউজ সহ শিক্ষা, সাহিত্যিক, ইসলাম ইত্যাদি বিষয় প্রতিফলিত হবে।
ওয়েবসাইট লিংকঃ https://www.ichchashakti.com/
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com