ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার ও ইচ্ছাশক্তি প্রকাশনী’র সাথে আমি দীর্ঘদিন যুক্ত এবং নিয়মিত পাঠক ও লেখক। প্রথমদিকে সাপ্তাহিক ই-পত্রিকা ও পরবর্তীতে পাক্ষিক ই-পত্রিকা ছাড়া ও বিশেষ সংখ্যা ও যৌথ কাব্যগ্রন্থেও লেখা প্রকাশ পেয়েছে।
আমার মানস কাব্যগ্রন্থ “ধামরাই শুনছো” জুলাই ২০২৪ বাংলাদেশে প্রকাশে ইচ্ছাশক্তি প্রকাশনী ও নাসিম ভাইয়ের অবদান অনস্বীকার্য। “ধামরাই শুনছো” বইটি এত সুন্দর, না দেখলে বা পড়লে বুঝতে পারবেন না। আপনারা বাংলাদেশে রজনী কান্তি দাস, রকমারি ডট কম ও ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারবেন। “ধামরাই শুনছো” সংগ্রহে রাখার মতো কাব্যগ্রন্থ।
ভারতে “ধামরাই শুনছো” কাব্যগ্রন্থ আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৪ আমাদের পুরোনো বাড়ি কোন্নগর থেকে আমাদের বড় দাদা ও বড়-দিদি হাত দিয়ে মোড়ক উন্মোচন করা হবে॥ ভারতে সংগ্রহ করতে হলে +৯১-৯৪৭৪১৬২৯৪৯ তে WhatsApp বা মেসেজ দিলে পাবেন, কোনো কল নয়॥
লেখনী সাহিত্য পরিষদের পক্ষ থেকে “স্মরণিকা ২০২৪” প্রকাশেও ইচ্ছাশক্তি প্রকাশনী ও নাসিম ভাইয়ের অবদান অনস্বীকার্য॥ আমরা স্মরণিকার মোড়ক উন্মোচন ১৬ সেপ্টেম্বর ২০২৪ লেখনীর চতুর্থ জন্মদিনে বাংলাদেশ থেকে হচ্ছে এবং ভারতে ১৯শে অক্টোবর ২০২৪॥ নাসিম ভাই ও ইচ্ছাশক্তি প্রকাশনী এগিয়ে না আসলে এই অসম্ভব কাজকে সম্ভব করা যেত না॥
লেখনীর “স্মরণিকা ২০২৪” গত তিন মাস ধরে পড়েছি, সবার লেখাই খুব সুন্দর ও গভীর ব্যাপ্তির প্রকাশ। আনন্দিত, অভিভূত লেখনীর ১১০০০+ সদস্য।
সবচেয়ে বড় কথা “লেখনী সাহিত্য পরিষদ” রজনী কান্তি দাসের নেতৃত্বে ‘স্মরণিকা ২০২৪’ তে চেষ্টা করেছে সব প্রান্তের বাঙালিকে এক ছাতার তলায় আনতে। ভারতে সুদূর গুজরাট থেকে ত্রিপুরা, বাংলাদেশে সিলেট থেকে সুন্দরবন, মালেশিয়া, আমেরিকা – সবাই বাঙালি, ১০০+ লেখক কবি গল্পকার সাহিত্যিক।
‘স্মরণিকা ২০২৪’ তে সব সদস্যের অবদান আছে, সব স্বাদের লেখনী আছে। ৪০ কোটি বাঙালির গর্ব “স্মরণিকা ২০২৪” ও লেখনীর “রজনী”।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি পৃথিবীর সব নামী নামী গবেষণাগারে বাঙালি আছে, যারা বাংলায় কথা বলে, মাছ ভাত খায়,।
স্মরণিকা প্রকাশে – প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনুরাধা দিদিমণি, বিশ্বভারতীর ঝরণা দিদিমণি ও রজনীর দীর্ঘদিনের লেখনীর সাথী রীণা দিদিমণি। প্রতিটি লেখা পড়া, প্রয়োজনে সম্পাদনা করা, প্রুফ চেকিংয়ের অনবদ্য প্রয়াস। এই কলমে উনাদেরকেও ধন্যবাদ জানাই।
আপনারা বাংলাদেশে রজনী কান্তি দাস, রকমারি ডট কম ও ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে “স্মরণিকা ২০২৪” সংগ্রহ করতে পারবেন। “স্মরণিকা ২০২৪” সংগ্রহে রাখার মতো ১৭৬ পাতার হার্ডবোর্ড ভারতে মোড়ক উন্মোচন অ্যাডমিন অতিথি ও প্রিবুক করা – তাদের জন্যই এসেছে, তবুও ভারতে সংগ্রহ করতে হলে +৯১-৯৪৭৪১৬২৯৪৯ তে WhatsApp বা মেসেজ দিলে পাবেন, কোনো কল নয়॥
পরবর্তীতে ভারতে অনলাইনে ব্যবস্থা করা গেলে অবগত করানো হবে সে “স্মরণিকা ২০২৪” ও “ধামরাই শুনছো”। সবার নাম নেওয়া গেলে ভালো হতো, সবাই, যারা আমার সাথে থেকেছে নজরুলের মতো, সাফল্য পেতে – সকলকে জানাই আদাব নমস্কার।
আবার রজনী কান্তি দাস, নাসিম ভাই ও ইচ্ছাশক্তি প্রকাশনী’কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভকামনা সহ
অমলেশ কুমার ঘোষ
কলকাতা, ভারত।