1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

এই অবেলায় — রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

এই অবেলায়

রকিবুল ইসলাম

 

এই অবেলায়!

বড্ড বেশি অবহেলাতে,

মানস মাঝারে’র কার্নিশ ঘেঁষে,

দাঁড়িয়ে আছি সদা একা!

ভাবছি আসো যদি বেলা শেষে!!

 

এই অবেলায়!

বড্ড বেশি অনাদরে,

ধূলোপড়া যত স্মৃতি রোমন্থনে,

চিত্ত মোর ব্যস্ত সদা,

আঁকতে ছবি হৃদয়ের ক্যানভাসে।

 

এই অবেলায়!

খুব বেশি তাচ্ছিল্যে,

হৃদয় যে আর নাচে নারে,

আগের মতো সতত সহসা।

এত যাতনা সয়না আর পরাণে।

 

এই অবেলায়!

অবজ্ঞারা এসে,

মনোকষ্টে’র আভাস যায় দিয়ে,

অহর্নিশি ভাবছি যে তা কিসের অনটন?

করেছি তা বরণ আপন করে।

 

এই অবেলায়!

চাতক পাখি হয়ে,

বদ্ধ মনের দুয়ার খুলে,

প্রতীক্ষায় বসে থাকি সদা,

এই তুমি এলে বলে!

 

এই অবেলায়!

প্রতীক্ষার প্রহর শেষে ,

পেলাম না আজো ভবে,

আপন করে চেয়েছিলাম যা,

রইল বেলা’কে অ’বেলা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park