এই অবেলায়!
বড্ড বেশি অবহেলাতে,
মানস মাঝারে’র কার্নিশ ঘেঁষে,
দাঁড়িয়ে আছি সদা একা!
ভাবছি আসো যদি বেলা শেষে!!
এই অবেলায়!
বড্ড বেশি অনাদরে,
ধূলোপড়া যত স্মৃতি রোমন্থনে,
চিত্ত মোর ব্যস্ত সদা,
আঁকতে ছবি হৃদয়ের ক্যানভাসে।
এই অবেলায়!
খুব বেশি তাচ্ছিল্যে,
হৃদয় যে আর নাচে নারে,
আগের মতো সতত সহসা।
এত যাতনা সয়না আর পরাণে।
এই অবেলায়!
অবজ্ঞারা এসে,
মনোকষ্টে’র আভাস যায় দিয়ে,
অহর্নিশি ভাবছি যে তা কিসের অনটন?
করেছি তা বরণ আপন করে।
এই অবেলায়!
চাতক পাখি হয়ে,
বদ্ধ মনের দুয়ার খুলে,
প্রতীক্ষায় বসে থাকি সদা,
এই তুমি এলে বলে!
এই অবেলায়!
প্রতীক্ষার প্রহর শেষে ,
পেলাম না আজো ভবে,
আপন করে চেয়েছিলাম যা,
রইল বেলা’কে অ’বেলা করে।