𝙈𝘾𝙌/ বহুনির্বাচনীঃ
১। পরীক্ষার আগের দিন থেকেই সবকিছু( মূল এডমিট ,রেজিষ্ট্রেশন,কলম) ইত্যাদি টেবিলের উপর রাখবে। পরীক্ষার হলে নতুন কলম দিয়ে না লেখাই ভালো। এক সপ্তাহ আগে থেকেই ৭/৮ টা কলমের প্রত্যেকটি দিয়ে একটু একটু করে লেখ কলম ফ্রি করার জন্য।
২। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর 𝗔𝗱𝗺𝗶𝘁 𝗖𝗮𝗿𝗱 দেখে নাম, রোল, রেজিষ্ট্রেশন, সেট কোড, বিষয় কোড সহ অন্যান্য অংশ ভালো করে পূরণ করতে হবে। তবে পূরণ বা ভরাট করার পূর্বে একটা করে ছোটো দাগ দিয়ে নিয়ে তারপরে ভরাট করলে আরো ভালো হয়। ভরাট করতে কোনো সংকোচ বা সমস্যায় পড়লে হল গার্ড স্যারকে জানাও।
৩। প্রশ্নপত্র দেখে যে যে প্রশ্নের উত্তর সহজ মনে হয় তা ভালো করে ভরাট করো।
৪। অতঃপর শেষ সময়ের দিকে কোনো প্রশ্ন বাকি রাখবে না অর্থাৎ প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিবে।
৫। হল গার্ড স্যার বা ইনভিজিলেটর স্বাক্ষর করেছে কিনা তা নিশ্চিত হয়ে নাও। যদিও ইনভিজিলেটর পরবর্তীতে বার বার চেক করে।
৬। সময় শেষ হলে হল গার্ড স্যার কে উত্তরপত্র জমা দিয়ে দিবে। কোনো রকম জোরাজুরি বা উত্তরপত্র জমা না দিতে চাওয়া তোমার জন্য অকল্যাণকর হতে পারে।
𝘾𝙌/সৃজনশীলঃ
১। পূর্বেই মতোই সবকিছু ভালো করে পূরণ করতে হবে।
২। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার শিরোনাম সহ পুরো প্রশ্নপত্রের সবকিছু ভালো করে পড়ে নিবে।
বিশেষ করে নির্দেশনা। অর্থাৎ প্রতি বিভাগ থেকে কত টা করে প্রশ্নের উত্তর দিতে হবে তা স্পষ্ট লিখা আছে।
যে যে প্রশ্ন সহজ মনে হয় তা আগে লিখবে। রাফ করার প্রয়োজন হলে উত্তরপত্রের শেষের পাতায় রাফ করে পরে কেটে দিবে।
৩। উত্তরপত্রে অযথা কিছু লিখবে না যেমন “স্যার দয়া করে আমাকে পাস করে দেন”, “এই নাম্বারে কল দেন” ইত্যাদি।
৪। গণিতের ক্ষেত্রে সাধারণত ক, খ, গ বিভাগ থেকে ২ টি করে ও ঘ বিভাগ থেকে ১ করে মোট ৭ টি প্রশ্নের উত্তর দিবে। সবগুলো না পারলেও ছেড়ে এসো না। প্রাসঙ্গিকতা রেখে উত্তর করার চেষ্টা করো ভুল হলে হবে এতে তোমার জেল, জরিমানা বা ফাঁসি হবে না।
৫। হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
৬। হল গার্ডের সাথে কোনো ভাবেই তর্কে জড়াবে না বা দুর্ব্যবহার করবে না। মনে রাখবে দুর্ব্যবহার বা কোনো অসদাচরণে হল গার্ড তোমাকে সর্বোচ্চ শাস্তি Expel করার ক্ষমতা রাখে।
সকলের প্রতি শুভ কামনা ও ধন্যবাদ ।
সম্পাদনায়-
মোঃ রানা মিয়া
সিনিয়র শিক্ষক (গণিত)
উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
লেখক: Neglected Math