1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

“কাব্যের স্নিগ্ধতা” যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হলো ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত
  • বইটির নামঃ “কাব্যের স্নিগ্ধতা”
  • ধরণঃ যৌথ কাব্যগ্রন্থ
  • সম্পাদনায়- মোঃ তানজিমুল ইসলাম ও মুহাম্মদ কাউছার আলম রবি
  • সার্বিক ব্যবস্থাপনায়ঃ নিলফামারী স্বপ্ন সাহিত্য পরিবার 
  • প্রকাশকালঃ নভেম্বর ২০২৪ইং
  • প্রচ্ছদঃ মোঃ নাছিম প্রাং
  • প্রকাশনায়ঃ ইচ্ছাশক্তি প্রকাশনী
  • ISBN: 978-984-36-0383-8
  • পেজ সংখ্যাঃ ৮০
  • কবিতার সংখ্যাঃ ——-
  • ভেতরের কাগজঃ ৮০ জিএসএম
  • কাভারঃ হার্ডবোর্ড, ৩০০ জিএসএম
  • প্রচ্ছদ মূল্যঃ ২২০ টাকা
  • ২৫% ছাড়ে বিক্রয়মূল্যঃ ১৬৫ টাকা মাত্র
  • সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি একদম ফ্রি
  • বইটি সংগ্রহ করতে ইনবক্স অথবা ফোন করুনঃ 01755-274614, 01975-274614 অথবা ভিজিট করুন রকমারি ডট কম- লিংকঃ  https://www.rokomari.com/book/436334/kabber-snigdota 

————–উৎসর্গ————–

“কাব্যের স্নিগ্ধতা” যৌথ কাব্যগ্রন্থে অংশগ্রহণকৃত সকল সম্মানিত কবি/লেখকদের পিতা-মাতা’কে

 

সম্পাদক পরিচিতিঃ

কবি মোঃ তানজিমুল ইসলাম ২৩ মার্চ ২০০৩ইং সালে রংপুর বিভাগের অন্যতম নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার চাঁদখানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাঁদখানা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ বদিউজ্জামান, মাতা মোছাঃ তাজমিনা বেগম। শিক্ষা জীবনে  তিনি চাঁদখানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি কম্পিউটার অপারেটর পদে নারায়নগঞ্জ জেলায় কর্মরত আছেন। কবির প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো- কবি কন্ঠ, বইয়ের মেলা, হাজার কবির হাজার কবিতা। এছাড়াও তিনি চব্বিশের গণবিস্ফোরণসহ যৌথভাবে বেশ কয়েকটি কাব্যে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় কবির সম্পাদনায় প্রকাশিত হচ্ছে- “কাব্যের স্নিগ্ধতা” কাব্যগ্রন্থটি। তিনি বর্তমানে “নিলফামারী স্বপ্ন সাহিত্য পরিবার” -এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসবে দায়িত্ব পালন করছেন।

 

সম্পাদক পরিচিতিঃ

কবি মুহাম্মদ কাউছার আলম রবি জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ১৫-ই জুন সোমবারের বর্ণীল প্রভাতে। রেহেনা তাহের দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনিই প্রথম। তার শৈশব ও কৈশোর কাটে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুপরিচিত বলশীদ গ্রামে।  তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্নান ও সম্মানোত্তর ডিগ্রি প্রথম বিভাগে অর্জন করেন। তাঁর রচিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলো- অতৃপ্ত বেদনার আত্ম হাহাকার, মক্কার প্রান্তরে, প্রতিক্ষা, অপেক্ষা, অসংঙ্গায়িত সমীকরণ, চব্বিশের গণবিস্ফোরণ ইত্যাদি। অমর একুশে বইমেলা ২০২৫ এ কবির সম্পাদনায় “কাব্যের স্নিগ্ধতা” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি জাতীয় দৈনিক, আজকালের আলো, চাঁদপুর কন্ঠ, আলোকিত চাঁদপুরসহ জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকা ও ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। তিনি বর্তমানে একটি মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park