কবিতা আহ্বান।। কবিতা আহ্বান।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪
সকল কবি ও লেখদের কাছ থেকে যৌথ সংকলনের জন্য কবিতা আহ্বান চলছে-
কোটা সংষ্কার আন্দোলন ২০২৪ কি তা আর বলার বাকি থাকে না। এই রক্তক্ষয়ী আন্দোলনকে স্মৃতির মলাটে স্মরণীয় করে রাখতে “কবিদের আসর সাহিত্য পরিষদে কথা বলি” কর্তৃক আয়োজিত যৌথ সংকলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আশা করছি সকল কবি, লেখক, পাঠক আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।
নিয়মাবলি
১/ কবিতার বিষয়বস্তু অবশ্যই কোটা/বৈষম্যবিরোধী আন্দোলন, বিদ্রোহী হতে হবে।।
২/ কবিতা সর্বোচ্চ ১২ থেকে ২৪ লাইন হতে হবে।
৩/ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মুদ্রিত কাগজে পূর্বে আংশিক বা সম্পূর্ণ প্রকাশিত কোনো লেখা গ্রহণযোগ্য হবে না।
৪/ গুরুচণ্ডালী দোষ, অতিরিক্ত বানান ভুল, সংলাপ ব্যতীত অপ্রচলিত ও ফেসবুকিয় শব্দের ব্যবহার করা এসবে খেয়াল রেখে লেখা দিবেন।
৫/ কেবলমাত্র বাছাইকৃত লেখা সংকলনে অন্তভুর্ক্তির জন্য বিবেচ্য হবে।
৬/ লেখার সাথে, খুব অল্প শব্দে অর্থাৎ (৩০ থেকে ৪০ শব্দের) লেখক পরিচিতি, পাসপোর্ট সাইজের লেখকের এক কপি ছবি, যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার দিতে হবে।
৭/ আপনার লেখার উন্নতি/অসংগতি দূর/ ভুল বানান ঠিক করা ইত্যাদি কাজ এডিটররা করলে আপনি কোনো আপত্তি করতে পারবেন না।
৮/ লেখা জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০/১০/২০২৪ পর্যন্ত…..
৯. লেখা পাঠাবেন ইনবক্সে….অথবা whatsapp 01603584284
শর্ত : নিজের কপিটি সংগ্রহ করার মতো মনমানসিকতা থাকতে হবে, আশাকরি সবাই ২/৩ কপি করে বই সংগ্রহ করে প্রকাশনার কাজে সহযোগিতা করবেন।।
প্রচ্ছদ- নাছিম প্রাং
প্রকাশন- ইচ্ছাশক্তি প্রকাশনী
সম্পাদক- মোঃ নাসির উদ্দিন চিশতী
কবিতা পাঠাবেন যেভাবে-
ফেসবুক লিংক- https://www.facebook.com/profile.php?id=61561550765425
অথবা whatsapp 01603-584284
কবিদের আসর সাহিত্য পরিষদে কথা বলি
সাথে থাকুন,,পাতায় পাতায় স্বপ্ন আঁকুন,,,
অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে কক বই প্রকাশে বিশ্বস্ত প্রতিষ্ঠান “ইচ্ছাশক্তি প্রকাশনী”
যোগাযোগঃ
প্রকাশক, মোঃ নাছিম প্রাং
ডুয়েট গেট, জয়দেবপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৭৫৫-২৭৪৬১৪, ০১৯৭৫-২৭৪৬১৪
ই-মেইলঃ ichchashaktipublication@gmail.com
ওয়েবসাইটঃ www.ichchashakti.com