জুলাইয়ের আন্দোলন, আগুনের গান,
ন্যায়ের দাবিতে জ্বলে প্রাণ।
শোষণের বেড়াজালে বাঁধা আশা,
মানুষের কণ্ঠে নতুন আশা।
জুলাইয়ে যারা পথে নেমেছে,
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলেছে।
অধিকার চাই, স্বাধীনতা চাই,
চব্বিশের তরুণ আগুনের ঝাঁকাই।
হৃদয়ে তারা সত্যের দীপ জ্বালে,
ন্যায়ের পক্ষে চলে সকল কালে।
চব্বিশের আন্দোলন ইতিহাস গড়ে,
শৃঙ্খল ভাঙে, বাধা সরিয়ে ধরে।
প্রতিবাদের ভাষা, সংগ্রামের ছায়া,
চব্বিশের দিনে নতুনের মায়া।
চব্বিশের তরুণ, সাহসী গায়ক,
তাদের পথ ধরে স্বাধীনতার ডাক।
চব্বিশের আন্দোলন গৌরবের স্মৃতি,
মানুষের সংগ্রামে ভরে চিরন্তন ভূগতি।
চব্বিশে তারা দেখালো পথ,
প্রজন্মের হৃদয়ে বুনলো মুক্তির রথ।