1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী চিরন্তনী সমূহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

বিশ্ব রেকর্ডধারী জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী চিরন্তনী সমূহ।

১.

খুব ভালো করে কাজ জানা আগে চাই,

দক্ষ পরিশ্রমী সৎ মানুষের তুলনা নাই।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

ভালো খবর খুবই কম  দিকে দিকে অপ্রয়োজনীয় মন্দ খবরে ভরা,

মানুষের মাঝে মানবতা গেছে কমে স্বার্থান্ধ হচ্ছে মানুষ বহু মানুষ প্রতিনিয়ত হচ্ছে দিশেহারা।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

যে দেখেও শিখেনা ঠোকেও শিখেনা ঠেকেও শিখেনা না বুঝে কাজ করে সে চরম বোকা,

কোথায় কখন কিভাবে কি কাজ শুরু আর শেষ করতে হবে না বুঝলে সে জীবনে খাবে ধোঁকা।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

প্রয়োজন শেষ হলে যে সব ভুলে যেতে পারে,

মানুষ বলো না তারে অমানুষ বলো তারে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

ভয় আর ভৎসনা করো না ভালোবাসা দাও ভালো কাজ করো বেশি,

ব্যথা ভুলে যাও বিনয়কে সাথি করে নাও প্রশংসা আর মুখে যেন থাকে হাসি।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

চোগলখোর আর চাপাবাজ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট,

সুনীতিবান ও সত্যবাদী পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

সব দুঃখ সব কষ্ট যায় না সবার মাঝে বলা,

দুঃখ সয়ে কষ্ট নিয়ে আমার এই পৃথিবীতে চলা।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

বহু নারী জানে তারা ভয়ঙ্কর ছলনা,

দেখে শুনে বুঝে চলো ওদের কাছে যেও না।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

আমি কষ্ট দেখেছি দুঃখ দেখেছি দেখেছি না পাওয়ার বেদনা,

আমি ঠকেছি ধৈর্য ধরেছি চেষ্টা করি কভু হাল ছেড়ে দিব না।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১০

দেশের জন্য দশের জন্য যোগ্য মানুষকে সুযোগ করে দিতে হবে,

যোগ্য মানুষেরাই কাজ করবে আলো ছড়াবে এই ভবে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১১

অহমিকা করে কেউ যদি তোমাকে ভাবে অনেক সস্তা,

বলে দাও উচ্চস্বরে তার স্থান ঐ ময়লার বস্তা ।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১২

বহু ফ্রিল্যান্সার বিশ্বের মাঝে দেশের নাম উজ্জ্বল করে করবে,

বহু ফ্রিল্যান্সার জীবজগতের কল্যাণে অমর ইতিহাস গড়ে গড়বে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৩

বিদায় নিতে আমার বড় হৃদে কষ্ট লাগে,

চলার পথের বহু স্মৃতি বারে বারে মনে জাগে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৪

সঠিকভাবে অনলাইনে কাজ করার থাকতে হবে নেশা,

আপনি হতে পারবেন ফ্রিল্যান্সার পাবেন একটি সম্মানজনক পেশা।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৫

সেবার মাঝে শান্তি আছে ভক্তিতে মেলে মুক্তি,

তুষ্ট থাকলে শান্তি পাবে কথা কাজে রেখো যুক্তি।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৬

সঠিক জিনিস সঠিক জায়গায় সঠিক সময়ে থাকলে সঠিক মূল্য পাওয়া যায় যাবে,

সঠিক জিনিস বেঠিক জায়গায় বেঠিক সময়ে থাকলে অবমূল্যায়ন হয় হবে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৭

প্রতিদিন দুনিয়া মাঝে বহু আজব খবর হয়েছিল হচ্ছে হবে,

জীব-জগত বৈচিত্র্যময় ছিলো আছে ভবিষ্যতেও রবে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৮

কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তুমি তার সকল স্বপ্ন আশা,

কারো কাছে তুমি বোকা, কারো কাছে তুমি ন্যাকা,

কারো কাছে তুমি তার সকল মায়া ভালোবাসা।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

১৯

মাদক তোমাকে তুচ্ছ বানিয়ে দেবে,

মাদক তোমার বহু সম্ভাবনা কেড়ে নেবে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

২০

ভুল ঔষধে যায়না তো রোগ ক্ষতি হতে পারে,

ভুল মানুষকে বাসলে ভালো দুঃখ কষ্ট দিয়ে ছাড়ে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম হিংসা,

 

২১

লোভ, রাগ, ভয় এই চার থাকতে নয়,

চেষ্টা,কৌশল,পরিশ্রম,সাহস সকল কর্মে রাখতে হয়।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

২২

সাধনায় সাফল্য আসে চেষ্টায় আসে জয়,

সত্যিতে সমাধান আসে মিথ্যাতে সব ক্ষয়।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

২৩

কেন পারবে না ভেবে দেখো তুমি বারবার,

হেরে গিয়ে দমে যাওয়ার কি আছে দরকার।

বিফলতা সফলতা হার-জিত ছিল আছে থাকবে,

চেষ্টা অধ্যবসায় অক্লান্ত শ্রম ঠিকই কাজে লাগবে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

২৪

কে বলেছে তুমি পারবে না অবশ্যই তুমি পারবে,

কে বলেছে তুমি হারবে আমি বলি তুমি ইতিহাস গড়বে।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

 

২৫

অযৌক্তিক কথা কাজ করা চাই বন্ধ,

মোরা নই বিবেকহীন মোরা নই অন্ধ।

কবি মোঃ হেদায়েতুল ইসলাম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park