নির্জন এক দুপুর। রোদ মাথার ওপর জ্বলছে, আর ছোট্ট একটি গ্রামে কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক কিশোর—নাম তার রাজু। মায়ের কাছে থেকে সামান্য কিছু টাকার জন্য বকাঝকা খেয়ে সে মন খারাপ করে পথে নেমেছে। তার চোখে দুঃখ আর জীবনের প্রতি এক ধরনের হতাশা।
রাজুর পরিবার খুবই দরিদ্র। বাবা গত বছর একটি দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন, আর মা দিনমজুরি করে সংসার চালান। রাজুর স্বপ্ন ছিল স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে পড়াশোনা করে ভালো কিছু করা। কিন্তু তার সেই স্বপ্ন অঙ্কুরেই হারিয়ে গেছে। স্কুলের ফি দিতে না পারার কারণে সে পড়াশোনা বন্ধ করে দিয়েছে।
আজ রাজু গ্রামের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল। সেখানে বৃদ্ধ আব্দুল চাচা তাকে দেখে বললেন,
“কী হলো রাজু? এমন মন খারাপ কেন?”
রাজু দীর্ঘশ্বাস ফেলে বলল,
“কিছু না চাচা, এই জীবনে আর কীই-বা হবে? দিন চলে যায়, কিন্তু কোনো পরিবর্তন হয় না।”
চাচা হেসে বললেন,
“জীবন তো গল্পের মতো। সব গল্পেই তো সুখ থাকে না, মাঝখানে কষ্ট আসে। কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তাহলে তোমার গল্পটাও সুন্দর হতে পারে।”
রাজু অবাক হয়ে চাচার দিকে তাকাল।
“কিন্তু কীভাবে, চাচা? আমাদের তো কিছুই নেই।”
চাচা তার কাঁধে হাত রেখে বললেন,
“তুমি জানো, আমি এই গ্রামে কেমন ছিলাম? একসময় আমারও কিছুই ছিল না। কিন্তু আমি চায়ের দোকানটা শুরু করেছিলাম। ছোট থেকে বড় করেছি। তোমার মতো বয়সে আমিও ভেবেছিলাম, জীবন শেষ। কিন্তু জীবনের গল্প তুমি নিজে লিখতে পারো, এটা বুঝতে পেরেছিলাম। তাই সাহস হারিয়ো না।”
রাজু কিছুক্ষণ চুপ করে রইল। চাচার কথা তার মনে দাগ কাটল। সে ভাবল, জীবনের গল্পটা আসলেই তার নিজের হাতে।
পরের দিন থেকে রাজু গ্রামের অন্য দোকানগুলোর কাজ ধরল। কিছুদিন পর সেই টাকায় সে একটা সাইকেল কিনল। সাইকেলে করে রাজু গ্রামের মানুষদের চিঠি, প্যাকেট আর ছোটখাটো জিনিসপত্র পৌঁছে দিতে শুরু করল। ধীরে ধীরে তার আয় বাড়ল।
কিছু বছর পর রাজু নিজের একটা ছোট্ট দোকান খুলল। তার দোকানে শুধু জিনিসপত্র বিক্রি হতো না, সঙ্গে বিক্রি হতো তার হাসি আর আন্তরিকতা। একদিন সেই দোকানে গ্রামে নতুন আসা একজন শিক্ষক এসে বললেন,
“তোমার কি লেখাপড়ায় ফিরতে ইচ্ছে হয়?”
রাজু চমকে গেল। জীবন তাকে আবার সেই সুযোগ এনে দিয়েছে। সে দোকান চালানোর পাশাপাশি রাতে শিক্ষকের কাছে পড়াশোনা শুরু করল।
আজ, অনেক বছর পর, রাজু আর সেই ছোট্ট ছেলেটি নেই। সে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের কাছে সম্মানিত ব্যক্তি। তার জীবনের গল্পটা বদলে গেছে, কারণ সে হাল ছাড়েনি।
জীবনের গল্প কখনো সহজ নয়। কিন্তু আমরা যদি সাহস করি এবং পরিশ্রম চালিয়ে যাই, তাহলে গল্পের শেষে আমরা নিজেদের জন্য একটি সুন্দর অধ্যায় লিখতে পারি।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com