গ্রীষ্ম আসে রৌদ্র হাসে
পুড়িয়ে দেয় দেহ,
বর্ষা এলে পানি পেলে
ঘরে রয় না কেহ।
শরৎকালে শিউলি ডালে
বসে ফুলের মেলা,
নীল আকাশে মেঘে ভাসে
কাশে খেলায় খেলা।
হেমন্ত সাজ মাঠ জুড়ে কাজ
কৃষক মেতে উঠে,
ধানের গন্ধে গানের ছন্দে
জীবন কথা ফুটে।
হালকা শীতে হৃদয় দিতে
কপোত কাছে আসে,
শীতের চাপে উষ্ণ তাপে
ভালোবেসে হাসে।
ফাগুন এলে হৃদয় খেলে
বন্ধু কাছে ডাকে,
দুজন মিলে খোলা দিলে
জীবন স্বপ্ন আঁকে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com