জীবন মানে এক কঠিন সংগ্রাম,
মুহূর্তে মুহূর্তে থেমে যাওয়ার নাম।
পথের শেষে কী আছে, জানা নেই,
তবু এগোই, কারণ হার মানতে নেই।
হাজার ঝড় আসে, তোলে মন্থন,
দুঃখের ঢেউয়ে ভাসে হৃদয়ের জীবন।
তবুও জেগে থাকে এক চিলতে আশা,
অন্ধকারে ফুটে ওঠে আলোর ভাষা।
জীবন মানে ভাঙা-গড়ার খেলা,
কখনো স্নিগ্ধ, কখনো দুঃখের মেলা।
কঠোর পরিশ্রমে গড়ি আমরা সোপান,
যে পথে বোনা থাকে স্বপ্নের গান।
জীবন মানে লড়াই, কখনো একা,
সাফল্যের গল্পে থাকে রক্তের লেখা।
পায়ে ব্যথা, হাতে কাঁটা, তবু হাল ছাড়ি না,
প্রত্যেক পদক্ষেপে খুঁজি নতুন চমক।
জীবন যুদ্ধই শেখায় বাঁচতে,
দুঃখের গভীরেও হাসি আঁকতে।
হেরে যাওয়া মানে নয় শেষ,
লড়াইয়ে জিতবেই অন্তরের দেশ।
তাই বলি, থেমে যেও না কখনো,
যুদ্ধেই লুকিয়ে থাকে জীবনের রত্ন।
জীবন এক যুদ্ধ, কষ্টের মাঝেই,
সাফল্যের আলো ছড়াবে সেখানেই।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com