1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

তারুণ্যের ভাবনায় দেশ সংস্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

তারুণ্যের ভাবনায় দেশ সংস্কার

মোঃ নূরনবী ইসলাম সুমন 

 

তরুণ মানে নতুন জীবন টান টান উত্তেজনা,এ সময় ভালোমন্দ সব করা যায়,তরুণ মন মানে কোনো মানা। আজকের এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলছি যখন কিনা তরুণদের হাতেই আমার জন্মভূমি বাংলা মা। তরুণ মানে নতুন কিছু তরুণ মানেই আশা তরুণ আবার ধ্বংসলীলায় মেতে উঠতে পারে এও কিন্তু সকলের জানা। তরুণ বলতে আমরা কিশোর বয়স পার হওয়াকে বুঝাই,আসলে কি তাই! আমি জানতাম বয়স আঠারো মানেই তরুণ, যাক বাবা ঐ একই কথা । আমি আরো জানি তরুণ মানে তো এক নতুন ভাবনা নতুন চিন্তাধারার আবির্ভাব,তরুণদের হাতেই এবার নির্মাণ হবে রূপসী সোনার বাংলা। কিন্তু কেনো জানি অনেক ভয় হয়,আমরা তরুণরা আবার লোভী হয়ে যাবো নাতো? গদির লোভ আবার আমাদের মনে জেগে বসবে নাতো, দেশটাকে আবার নিজের বাব দাদার সম্পদ ভেবে বসবো নাতো? আমাদের তরুণদের দ্বারা  ভালোর চেয়ে মন্দ করা সহজ। তাই মন্দের চিন্তাই মাথায় ঘুরে বেশি।

 

দেশটা সবার এই ভাবনায় তরুণ গড়বে দেশ, সকল কাজে সবার অংশগ্রহন এটাই হবে বেশ। জুলুম নয় অন্যায় নয় ন্যায়ের সাথে থাকা, তরুণ মানেই সোজা পথ দেখাবে এই চেতনায় রাত জাগা।

 

তরুণদের চোখে বাংলাদেশ হবে বাংলাদেশের মতো। আলাদা দেশ আলাদা মাটি আলাদা সব কিছু তার পরে কেনো স্বপ্ন দেখবো হবো অন্যের মতো। দেশ টা আমাদের এই দেশ আমাদেরকেই সাজাতে হবে। অর্থাৎ তরুণরাই সাজাবে । এ দেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। বাংলাদেশ স্বপ্নে রূপান্তর করতে আমারা যেমন দেখি,

১. দারিদ্র্য মুক্ত

২. নারী ক্ষমতায়ন

৩. সম্পূর্ণ মৌলিক অধিকার পূরণ

৪. খাদ্যে স্বয়ংম্পূর্ণতা

৫. সঠিক বিচার ব্যবস্থা

৬. শিক্ষার গুনগত মান উন্নয়ন

৭. শিক্ষা খাতে যথেষ্ট বিনিয়োগ

৮. ধর্মীয় অনুশাসন মেনে চলা

৮. শিক্ষার্থীদের সঠিক পথ দেখানোর জন্য ভালো শিক্ষক দেওয়া।

৯. জীবন চলার পথে এমন কিছু কাজে আসবে টা পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করা।

১০. কারিগরি শিক্ষাকে জোরদার করা।

১১. রাজনীতি একটা বিনোদনের অংশ, এক্ষেত্রে রাজনীতি করতে হলে সংবিধান সম্পর্কে জেনে রাজনীতি করতে হবে।

১২. বাকস্বাধীনতা সবার আছে,এটা কেড়ে নেওয়া যাবে না। কেড়ে নেওয়া বলতে আপনার কথার সাথে মিল হলেই আমি আপনার বন্ধু আর মিল না হলেই শত্রু এটা ভাবা যাবে না।

 

১৩. কোনো রকম বৈষম্য করা যাবে না। কিছু জিনিস প্রকৃতভাবেই বৈষম্য যেমন নারী পুরুষ। চাইলেই একজন নারীকে পুরুষ বলা যাবে না।

 

১৪. দলীয় লোকের অন্যায়কে অন্যায় মনে করে শাস্তির আওতায় আনতে হবে।

১৫.  সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

(যেমন বাজার, শিক্ষাখাত, শিল্প প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি)

১৬.খুঁজে খুঁজে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানব সম্পদ তথা প্রতিভাবানদের খুঁজে বের করতে হবে।

(হাফেজ, কণ্ঠশিল্পী, রন্ধনশিল্পী, চিত্রশিল্পী, কবি লেখক সাহিত্যিক ইত্যাদি)

 

১৭. শিক্ষার্থীদের দেশ সম্পর্কে মত প্রকাশের একটা জায়গায় করে দিতে হবে।

১৮. দুর্নীতি প্রতিরোধ করতে হবে।

১৯. সকল মন্ত্রণালয় নতুন মুখ আনতে হবে সৎ এবং দক্ষ বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়।

উপরের কথা গুলো আমাদের তরুণদের স্বপ্ন উপরের কাজগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ হবে সুন্দর এবং চমৎকার।

চলো দেখি বর্তমান বাংলার চিত্র কেমন:

১. সরকার গেছে মানে দেশ আমার! একদল ছাত্র তো মারামারি করেই চলছে।

২. এখনই সময় নিজের অধিকার আদায়ের তাই চলো শাহাবাগ।

৩. শিক্ষা বোর্ডে শুরু করলো বৈষম্যহীন উচ্চমাধ্যমিক ফলাফল। তাদের মতে দেশকে কোনো মতে স্বাভাবিক করা যাবে না।

৪. একের পর আন্দোলন দেশের মধ্যে অধিকার নিয়ে কথা। কেউ বলে বিপ্লবী সরকার হয়  নাই । আরো নানান কথা।

৫. দ্রব্যমূল্যের দাম ধরা ছোঁয়ার বাইরে। গরীব মরতাছে না খেয়ে।

৬. একের পর এক বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে কেউ বলে নির্বাচন দাও কেউ বলে দেশ সংস্কার করো আগে

৭. পাহাড় নিয়ে নতুন গান সেনা মুক্ত করে দিন।

৮. শহীদ পরিবারের খোঁজ আর আহতদের খোঁজ আন্দোলনের তোপে পরে হয়ে গেছে নিখোঁজ।

৯. অন্যদিকে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শুরু আর একটা আন্দোলন।

১০. অন্যদেশে বসে শেখ হাসিনা করছেন নানা ষড়যন্ত্র।

১১. বন্যা

১২. চুরি ডাকাতি

১৩. চাঁদাবাজি

১৪. হত্যা

১৫. দুর্নীতি

 

বর্তমান সময়ের কাজগুলো থেকে বের হয়ে আসতে না পারলে দেশ সংস্কার করা কোনো মতে সম্ভব না। আসলে বর্তমান এবং অতীত ইতিহাস থেকে বের হওয়াটা হলো আসল সংস্কার। দেশ নিয়ে চিন্তা করার সময় এখনই ,তাই দেশের মানুষ আগে বাঁচাও  ,জনগণ বাঁচলে বাঁচবে দেশ ,হবে দেশের উন্নয়ন।

 

দেশের উন্নয়ন ও সোনার দেশে রূপান্তর করতে হলে তরুণদের করতে হবে দেশের মানব সম্পদ। তাদের হাতে দেশ ছেড়ে দিয়ে নয় বরং তাদের পাশে রেখে হাতে কলমে দেশ পরিচালনা করা শিক্ষা দিতে হবে। আমরা তরুণ রা মনে করি আমাদের হাতে দেশ আসলে দেশের উন্নতি নয় বরং অবনতি হবে। উন্নয়ন তখনই হবে যখন আমরা হাতে কলমে পাবো দেশ রক্ষা করার শিক্ষা। তাই আমি বলবো  দক্ষ ও সৎ তরুণই আগামীর দেশ গড়তে গুরত্বপূর্ণ অবদান রাখতে পারবে নতুবা ধ্বংসলীলায় মেতে উঠবে সবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park