আচ্ছা কেন তুমি এত দুর্বল?
করিতে চাহিয়াও পারোনা করিতে,
বলিতে চাহিয়াও পারোনা বলিতে,
সহিতে না চাইলেও যে হয় সহিতে!
অন্যের দোষ দেবে কেন হে?
দুঃখের কারণ যে তুমি নিজে!
দুঃখ তো পাও তুমি অতি সহজে
মানুষ কেন যাবে তোমায় বুঝিতে?
প্রত্যাশা যে কেন এত নিষ্ঠুর!
প্রত্যাশা না থাকলেই জীবন মধুর,
যাদের কাছে তোমার সহস্র আশা,
সবই কেবল অবাস্তব প্রত্যাশা!
ভাবো বিশেষ তুমি তাদের কাছে,
এটা তুমিই ভাবো, তারা ভাবে না!
সুখ খুঁজে বেড়াও তুমি মিছে।
যাদের জন্য করো মন উজাড়,
চেষ্টাও কি করে তোমায় বোঝার?
আসলে এটাই প্রকৃতির নিয়ম;
যাদের তুমি করে রাখবে অমুল্য,
তাদের কাছেই যে রবে না মূল্য!
সুতরাং ঝেড়ে ফেলো তোমার ভ্রম।
কিন্তু তুমি তো পারো না! কারণ?
নও যে তুমি তাদের মতো,
মনটা যে তোমার অতি সরল!
হতেই পারবে না তুমি নিষ্ঠুর,
অবহেলায় পড়েও মন হয়না ক্রুর।
তুমিই শ্রেষ্ঠ! সবাই নয় তোমার মত,
দিয়ে দাও ভালোবাসা আছে যত!
করুক অবহেলা যত চায় তত।
ঠিকই বুঝে যাবে তারা একদিন,
শোধ করতে পারবে না তোমার ঋণ!