মেঘলা আকাশ,
হয়তো নামবে ঝুম বৃষ্টি
জানোনা কি,
বৃষ্টি হলেই আনমনা হই আমি।
বৃষ্টি যেমন ভেজায় মাটি,
ভেজায় দুর্বা পত্র কুড়ি,
অনেক দুরের দুইটি চোখ
ঝরায় তখন নিঃশব্দে
অভিমানের লোনা বারি।
যখন
আকাশ চিরে আলোর ঝলক
শব্দ ভীষণ বজ্রপাতের,
ভয় তরাসে হিম করে দেয় বুকের পাজর।
চোখটা বুজে বৃথাই তখন
তোমার হাতটা খুঁজে মরি।
একলা মনে সংগোপনে,
আঁচড়ে, কামড়ে অভিমানে
তোমার বুকেই আঁচড় কাটি।
কোথায় তুমি,
দ্যাখো কেমন বৃষ্টি ছটা লাগছে এসে মুখে।
ভাবনা অলীক,
এক্ষুনি আসবে বুঝি
দমকা হাওয়ার বেগে।
জানি, সবটা মিছে
এমনি আরো কাটবে কত দিন,
শুধবো কবে
বাড়ছে যত অপেক্ষার এ ঋণ!