1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

দিনাজপুরে সম্ভাবনাময় নতুন  শিল্প ও শিক্ষা নগরী হতে চলেছে “রানীর-বন্দর”

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

চিরিরবন্দর প্রতিনিধিঃ এস.এম জাহাঙ্গীর আলম

 

বিংশ শতাব্দীর এই যুগে জনসংখ্যা যে হারে বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষার হারও।তবে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছেনা চাকরি কিংবা শ্রমবাজার। তবে বাংলাদেশে চাকরি কিংবা শ্রমবাজার না বাড়লেও অঞ্চল ভেদে যেসব জেলাগুলোতে নতুন নতুন শিল্পকলকারখানা গড়ে উঠেছে সেসব জেলাগুলির মধ্যে, উত্তরের দিনাজপুর জেলা অন্যতম। বলা হয়ে থাকে ক্ষুধা,মন্দা আর দরিদ্রপিরিত জেলা এই দিনাজপুর।

 

বছর কয়েক আগেই এই অঞ্চলে গড়ে উঠেছে চায়নাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান, ট্রিলিয়ন গোল্ড লিমিটেড  (ই.পি.যেড)।যা দিনাজপুর জেলার, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে রংপুর টু দিনাজপুর মহাসড়কের পাশেই অবস্থিত।যেখানে বর্তমানে ১০ হাজারেরও বেশি নারী পুরুষ শ্রম দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন।

 

পাশেই নতুন সম্ভাবনাময় শিল্প ও শিক্ষা নগরী হতে চলেছে চিরিরবন্দর ও খানসামা এই দুই উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ শহর খ্যাত ” রানীর বন্দর “।এলাকা টি হাইওয়ে সংলগ্ন হওয়ায়,বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে এই রানীর-বন্দরে রয়েছে প্রায় ৩০ টিরও বেশি দুরপাল্লার বাস কাউন্টার।পূর্বের তুলনায় গত ৫ বছরের মধ্যে গড়ে উঠেছে বিশাল হাটবাজার,সুবিশাল শপিংমল,দুইটি পেট্রোল এবং একটি গ্যাস পাম্প,সবধরনের ব্যাংক, এটিএম বুথ, ছোট খাটো অটোভ্যান অটোরিক্সা কারখানা এমনকি  গার্মেন্টস কারখানাও।

 

প্রচুর সম্ভাবনাময় ইছামতি নদীর তীরঘেষা এই গ্রামীণ শহর কে কেন্দ্র করে ” কাই বাংলাদেশ এলুমিনিয়াম লিমিটেড ” নামের আরও একটি বিশাল কারখানা গড়ে উঠতে চলেছে।প্রায় দশ একরের উপর এই কারখানায় কমপক্ষে ১০০০ জন শ্রমিকের কর্মস্থান সৃষ্টি হতে পারে বলে  জানা যায়। শুধুই কি শিল্প নগরী? না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই এলাকাতে শিক্ষার মানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৩৫ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ মাদ্রাসা,হাফিজিয়া ও এতিমখানা সহ কি নেই!

আছে ছোট বড় মিলিয়ে ১৫ টি খেলাধুলার মাঠ এবং প্রায় ১২ টি ফুটবল ক্লাব। “ইছামতি জনতা ক্লাব” নামের ফুটবল ক্লাবের এক উদীয়মান তরুণ ফুটবলার, মোঃ আব্দুল ফাহিম রিয়াদ (১৬) বাংলাদেশ অনুর্ধ ১৭ দলে ডাক পেয়ে দেশের হয়ে বিদেশের মাটিতে খেলতে যায় গত ১৭ ই সেপ্টেম্বর

স্থানীয় সূত্রে জানা যায় দেশী বিদেশী অনেক বড় বড় কোম্পানী অত্র এলাকায় জমি কিনে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার আগ্রহ প্রকাশ করে থাকে।সম্ভাবনাময় এই অঞ্চলটি অদূর ভবিষ্যতে অনেক মানুষের কর্মস্থানের সুযোগ হবে এবং সেই সাথে শিক্ষা ও খেলাধুলাতেও দেশীয় সার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park