1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক — রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক

রকিবুল ইসলাম

 

কেঁটে যায় দিন মোর, কেঁদেও যায় তা!

অবলিলায় অবহেলায়।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক !

পেরিয়ে যায় সময়,অসময়ের হিংস্র থাবায়

হামাগুড়ি দিয়ে।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক।

অপেক্ষারা আরো দূর্বল হলো,

করুণ নিয়তির করাল গ্রাসে পর্যদুস্ত হয়ে।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক।

স্বপ্নরা আজ আর মেলেনা ডানা,

হস্তযুগল করেনা প্রসারিত।

বিরুদ্ধ পবনে আজ তা বারিত।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক।

উন্মুক্ত বাতায়নে করে যাই প্রতিক্ষা,

বাতাসে ভেসে আসবে কবে!

শুনব আমি, তোমার কন্ঠে আবৃত ছন্দময় গীতিকবিতা।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক।

অন্যের রুপ দর্শিনা আমি অন্তর্নেত্রমাঝে মোর শুধু তুমিই থাকবে বলে,

যেমনি করে আছ তব সযতনে লুকিয়ে মোর হৃদয় মাঝারে অন্ধের যষ্টি হয়ে।

দিন কেঁটে যায়, কেঁদে যায়, যাক।

দুঃখী আমি, তবু নেই বিষাদ কোন,

আছ তব মম মানসপটের ক্যানভাসে উজ্জ্বলতায়

ভাস্বর হয়ে রঙিন তুলির রঙ্গিন আঁচড়ে।

দিন কেঁটে যায়, কেঁদে যায় যাক।

যত ঘৃণা,উপহাস তব রেখেছ সযতনে আমার তরে।

ভাসাব আশার তরী নব খেয়ালে, নব উদ্দ্যমে,

তোমার দেওয়া দুঃখকে পাথেয় করে

নব স্বপনের মশাল জ্বেলে।

দিন কেঁটে যায়, কেঁদে যায় যাক,,,,!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park