তুই তো রয়ে গেলি, তোর মতই নিশ্চুপ
ঝরে চোখে জল, বুক কাপে ধুকপুক।
নিসরে তুই কিযে সুখ, নির্জন একা
হারিয়ে যাবে নিশ্বাস, না পেলে তোর দেখা।
জায়গাটা তোর ছিল,একান্তই এখন ফাঁকা
দুয়ারটা খোলা আছে,নিতান্তই তোর জন্য রাখা।
আঁকি যদি মনে কবু,রঙিন কোন ছবি
রং নয় রক্ত, শক্ত তুলি,সেদিনও বুঝে নিবি।
কিছু কাশফুল, তোকে দিয়েই হলো শেষ ভুল
দিশেহারা,দিগবিদিক হারিয়ে, বিনাশ কুল।
অংশ হয়ে বংশ বিনাশ, পিরিত হলো সার
যে হারাইছে সেইতো জানে, দূরে আছে যার।
আধার ফিরিয়ে,নিবিয়ে আলোয়
ঘরটা হাসে আবছা কালোয়
তুই তো ঠিকি জালিয়েছিস আলো
অন্য কাউকে বেসে ভালো।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com