আজকে যারা বন্দি শালায় হাত পা বাঁধা প্রাণ,
শোষণ হচ্ছো শাসকদের হাতে প্রাণ যাচ্ছে অবিরাম।
হচ্ছো দাসি দিচ্ছে ফাঁসি কেঁড়ে নিচ্ছে অধিকার,
তবে আজ জাগো বীর তোল শির হয়ে ওঠো সোচ্চার।
হাত পা বেঁধে দিচ্ছে ঠেলে তমসাচ্ছন্ন দিকে,
যাচ্ছো হারিয়ে ফেলছো গুলিয়ে জীবনের গতি পথটিকে।
হচ্ছো বরণ করছে হরণ তোমার স্বাধীনতা,
কণ্ঠো তোল ভীরুতা ছাড়ো দেখাও সাহসীকতা।
অধিকার কেড়ে মানুষ মেরে হাসছে অসুর দল,
অধীন থাকছো পশুদের তলে বুঝছো না তাদের ছল।
হচ্ছো অধীন করছে পরাধীনমারছে তোমার আত্না,
জবাব দেও হিসেব দেও টিকিয়ে রাখতে নিজ সত্তা।
চাবুক মেরে ভিতু করে করছে বৈষম্য,
সৌম্য মর্ত্য হচ্ছে ধ্বংস অধম কসাইদের জন্য।
হচ্ছো হীন হচ্ছো ক্ষীণ হচ্ছো নিন্দনীয়,
প্রশ্ন তোল নিজ মনে তুমি কেন আজও পরাজিত।
হাসছে আকাশ হাসছে বাতাস হাসছে পুরো বিশ্ব,
তোমায় দেখে আজ লজ্জিত ঋভু পৃথ্বী হচ্ছে নিঃশ্ব।
হচ্ছো কোমল নিচ্ছে আমল কেড়ে নিচ্ছে গোটা সংসার,
কোমলতা ছাড়ো অস্ত্রো ধরো বাঁচাতে নিজ অধিকার।
কাপুরুষ আজ দেখাচ্ছে সাহস পৃথু অস্ত্রের বলে,
অস্ত্র সবি হার মানবে তোমার সাহসিকতার পদতলে।
হচ্ছো ভীতু করছে নিচু দেখাচ্ছে অস্ত্রের ভয়,
সামনে চলো সাহস গড়ো ভয়কে করো জয়।
আজ জাগো বীর উঠাও শির জাগাও নিজ উদ্যম,
কণ্ঠো তোল ঐক্য গড়ো তোল প্রতিবাদ।
সূর্যের ন্যায় তেজিয়ান হ্ও হয়ে ওঠো আগুয়ান,
নতুন দিনের সূচনা করো উৎসর্গে নিজ প্রাণ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com