ইচ্ছাশক্তি ডেক্সঃ
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন টাইগারদের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।
আজ মঙ্গলবার মুশফিক ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যেখানে ২৮ রান করা অবস্থায়ই টেস্টে তার রান ৬০০০ হয়েছে। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।
টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। সাদা পোশাকে তার ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি রয়েছে। এই ফরম্যাটে এখন পর্যন্ত ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।