1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

প্রিয় নবীর প্রতি ভালোবাসা — আবু বকর সিদ্দিক 

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত

প্রিয় নবীর প্রতি ভালোবাসা  

আবু বকর সিদ্দিক 

 

আল্লাহ তায়ালার প্রিয় বন্ধু ছিলেন হযরত মোহাম্মদ(সা.)যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। সমস্ত কিছু থেকে তাকে বানিয়েছেন প্রিয়। তিনি ছিলেন সারা জাহানের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতা, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। পরকালে তার শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা। তিনি হলেন ঐশ্বরিক ভাবে প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী এবং রাসুল। যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন নাজিল করা হয়েছে। আমরা সেই প্রিয় নবীর উম্মত।

 

তিনি এমন আদর্শের মানুষ ছিলেন তাকে কাফের মুশরিকগণ আল আমিন বলে ডাকতো। যার অর্থ হয় বিশ্বাসী। যিনি শত জুলুম অত্যাচার হাওয়া সত্বেও মানুষকে এক আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তিনি আমাদের জন্য কতইনা কষ্ট করেছেন। কাল কিয়ামতের মাঠেও আমাদের কথাই বলবেন। আমরা তার উম্মত হতে পেরে খুব আনন্দিত। কিন্তু আমরা তার জন্য  কিছুই করতে পারিনা। এমন কি তার কোন একটি সুন্নত ধরে রাখতে রাজি না। দুঃখের কথা কি আর বলবো, সুন্নত তো দূরের কথা আমরা আল্লাহর দেওয়া পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়ি না।

 

সেদিনের কথা, মনে হলে বুক ফেটে যায়। কয়েকজন যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। তারা সবাই দাড়ি রেখেছে। আমি তাদের বললাম মাশাআল্লাহ তোমাদের দাড়ি গুলো তো অনেক সুন্দর। তোমরা রাসুল (সা.)এর একটি সুন্নত পালন করছো। একথা শেষ না হতেই একজন বলে উঠলো আরে না। সেরকম কিছু না। তামিলের মুভির নায়করা দাড়ির যে স্টাইল করে। সে স্টাইল করার জন্য রেখেছি আর একটু বড় হলেই করব। আর বর্তমানে মেয়েরা এগুলোই পছন্দ করে। আমি একথা শুনে কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম। তাদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমার সামনে থেকে উঠে চলে যায়। আমি সেখানে বসে আফসোস করলাম আর বললাম। হায়!এটা আমাদের ব্যর্থতা আমরা তাদের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে পারিনি।

 

রাসুল(সা.)কে সাহাবায় কেরাম (রা.)কত ভালোবেসেছেন,কত মুহাব্বত করেছেন। রাসুল (সা.)এক বার আবু মাহজুরা (রা.)মাথায় হাত বুলিয়ে দিয়ে ছিলেন। এরপর থেকে তিনি আর কোনদিন তার চুল কাটেননি। তিনি বলেছিলেন যিনি আমার মাথায় হাত রেখেছেন, সেই মাথার চুল আমি কিভাবে কাটি। আসলে চুল কাটাটা কোন বিষয় না। একজন মানুষ একজনের মাথায় হাত দিতেই পারেন। মুহাব্বত ভালোবাসার কারণে। কিন্তু একটু চিন্তা করেন কতটুকু মুহাব্বত ভালোবাসা থাকলে এমন কাজ করতে পারেন। এরকম হাজারও ঘটনা রয়েছে সাহাবায় কেরামের।

হে আল্লাহ আমাদের যুবসমাজকে হেদায়েত দাও এবং এমন মন মানসিকতা দূর করে সঠিক বুঝ দান করো এই উম্মতের সবাই কে আমীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park