প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
চোট প্রবল নেইমারকে দলে নিতে অনীহা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ক্লাবটির সভাপতির দাবি তাদের দল কোন হাসপাতাল নয় , তাই নেইমারকে তারা দলে নিবে না।
একটা সময় ফুটবলে মাঠে রাজত্ব করে ভেড়ানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র এখন অধিকাংশ সময় ধরে থাকছেন মাঠের বাইরে । ইউরোপীয় ক্লাব শেষ করে সৌদি আরবের দল আল হিলালে নাম লিখিয়েছেন বছর দেড় আগে । তবে অধিকাংশ সময় তিনি ইঞ্জুরির থাবায় থেকেছেন মাঠের বাইরে । তাইতো সৌদি ক্লাবটিও তাকে দলে রাখতে আর আগ্রহ নয় হয়তো আসছে দলবদলের বাজারে তাকে ছেড়ে দিবে এমন গুঞ্জন ও উঠেছে।
এইদিকে যদি আল হিলাল তাকে ছেড়ে দেয় নেইমারের নতুন গন্তব্য কোথায় হবে সেই প্রশ্নের জবাবে অনেকে নেইমারের স্বদেশি ক্লাব পালমেইরাসের নাম উল্লেখ করলেও আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সভাপতির সাফ কথা, চোটপ্রবণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা! ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা সরাসরি অমতের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।’