মানুষ মানুষের জন্যে/ জীবন জীবনের জন্যে।’ যুগ যুগ ধরে ভূপেন হাজারিকার এই গানটি মানুষের বিপদে পাশে দাঁড়াতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। এই গানের মতোই ফ্রেন্ডস্ সামাজিক সেবা সংগঠন (FSSS), তথা সারা বাংলাদেশের বন্যার্তদের মাঝে দল মত নির্বিশেষে সাধারণ জনগণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
ফ্রেন্ডস্ সামাজিক সেবা সংগঠন (FSSS), বগুড়া- প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের পাশে। ব্লাড ডোনেট থেকে শুরু করে শীতবস্ত্র ও বন্য কবলিত মানুষের পাশে দাড়িয়েছে বগুড়ার এই সংগঠনটি। বন্যা কবলিত এলাকার সাড়ে পাঁচ শত’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যা কবলিত নোয়াখালী জেলায় বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস্ সামাজিক সেবা সংগঠন (FSSS), এর সভাপতি মোঃ শাফিউল ইসলাম জানান, ফ্রেন্ডস্ সামাজিক সেবা সংগঠন (FSSS), দুর্যোগপূর্ণ পরিস্থিতে সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাধ্য অনুযায়ী সবাই কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।
বিতরণকৃত খাদ্যের মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, চিড়া, স্যালাইন, দেয়াশলাই, মোমবাতি, শুকনো কাপড় ইত্যাদি।