ভাত খাবে কেউ, ভাত?
এক থালা ভাত একটা জীবন।
বেশি কিছু না,
কে কে খাবে, স্টক সীমিত ঢাবি তে চলে যা।
ঐ কানেতে টাকা ছাড়া, পেটপুরে ভাত খাবি,
আর কিছুই না যাবার আগে জীবন দিয়ে যাবি।
ভাত খাবে কেউ ভাত?
মেধাবীদের ভাতের হোটেলে,
জীবনের দামে ভাত!
হরেক রকম খাবার,তাতে অনেক রকম স্বাদ,
ভাত খাবে কেউ ভাত?
আয়োজনের নেই গো ত্রুটি, সমাদর হয় খুব।
এত খুশি নয়ন জলে ভাসবে তোমার বুক।
ঢাবির ছাত্র, খুব মেধাবী আপ্যায়নে সেরা,
এটা খাবি, ওটা খাবি, কি যে মায়ার ধারা।
আগামীর ঐ প্রজন্ম তো, এদের ছেয়ে উজ্জ্বল
সাক্ষী রইলো, নতুন দিনের আব্রাহাম, তোফাজ্জল।