খাব আমি মিঠাই মোয়া
যাব মামার বাড়ি
কুয়াশা মাখা সাঝেঁর বেলা
পাড়ব রসের হাঁড়ি
দুপুর হতেই রৌদ্রস্নানে
যাব উত্তর ঘাটে
গোধূলি বেলা অতিথি পাখি
দেখব নদীর তটে
সন্ধ্যাবেলায় উনুন পাড়ে
গল্পের আসর পাকা
ঘুমের বেলা গানের কলি
দেখব ঠাকুরমার ঝুলি
মাঝরাতে টাপুর টুপুর
টিনের চালায় শিশির
ঘুম পড়িব মায়ের কোলে
নয়তো বড় দিদির
এই শীতে মামার বাড়ি
যাব বাড়ে বাড়ে
হবে আনন্দ হৈ-হুল্লোড়
আঙিনায় ঝোপঝাড়ে