নিজস্ব প্রতিবেদনঃ
বন্যাপ্লাবিত জেলাগুলোতে বৃষ্টিপাত কমে যাওয়া ও বন্যার পানি নেমে পরিস্থিতি উন্নতি হওয়ায় ধিরে ধিরে সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। বন্যার কবলে পড়ে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ফেনীর মোবাইল টাওয়ারগুলো সচল হতে শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
এছাড়া বন্যাদুর্গত অন্য ১০টি জেলাতেও মোবাইল নেটওয়ার্কের উন্নতি হওয়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানায় বিটিআরসি।