আল আমিন গাজী ২০০২ সালের ৩রা ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৌলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ হালিম গাজী এবং মাতা মোসাঃ মিনারা বেগম।
আল আমিন গাজী পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ থেকেও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেন। ছোট বেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল যে তিনি একজন ভালো লেখক হবে। ছোটদের জন্য কবি আল আমিন গাজী অসংখ্য লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ঋতুর কথা, ঈদের খুশিতে, বইয়ের পাতা মনের কথা, শেষ বিকেলে, ছন্দে ছন্দে পরিচয় ইত্যাদি। তাছাড়াও তাঁর দুইটি গল্প অভাগীনি মা জননী ও আর কত দূর পদ্মা নদী। তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের নামঃ শতকাব্য-২। তার জন্য পেয়েছেন সম্মাননা ও পুরস্কার।
কবি আল আমিন গাজী বর্তমানে বাউফল সরকারি কলেজে স্নাতক শ্রেণির (বিএসসি পাস) কোর্সের ২য় বর্ষে অধ্যয়নরত আছেন এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। তিনি আমৃত্যু পর্যন্ত লেখালেখি নিয়ে থাকতে চায়।