এস এম জাকারিয়া ২৮ ফেব্রুয়ারী ১৯৮৬ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মধ্যম মুরাদপুর গ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মাও. মাহবুবল হক নিজামী একজন অবসর প্রাপ্ত মাদরাসার ওস্তাদ এবং মা জেবুন্ নেছা চৌধুরী গৃহীনী।
কবির হাতেখড়ি মা ও দাদীর হাত ধরে, পরে প্রথমে মলিয়াইশ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও পরে সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল থেকে ফাজিল (ডিগ্রি) শেষ করে চট্টগ্রামস্থ দারুল উলুম কামিল মাদরাসা থেকে কামিল (মাস্টার্স) শেষ করেন। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শরিয়া অনুষদের অধীনে কুরানিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ২০০৮ সাল থেকেই শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
কবি ১৯৯৮ সালে “বক” নামক একটি ছড়ার মাধ্যমে লেখালেখি শুরু করে অদ্যাবদি লিখছেন। তার ৫টি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। এছাড়াও কবি প্রতিনিয়ত “ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার” সহ বিভিন্ন সাহিত্য পাতায় লিখছেন এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। লিখার এই ধারা অব্যাহত রাখতে কবি সকলের নিকট দোয়া প্রার্থী।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com