ড. প্রদীপ হালদার বাংলাদেশের বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আহুতি বাটরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম শ্রী মৃণাল কান্তি হালদার এবং মাতা শোভা রানী হালদারের প্রথম পুত্র। তিনি বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (মেডিসিন অনুষদ) থেকে ডেন্টাল বিভাগে স্নাতক ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া (ইউএসএ) ঢাকা থেকে এমপিএইচ প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি ডিগ্রি অর্জন করেন। প্রিক্সটন চার্চ অ্যান্ড ইউনিভার্সিটি (ইউএসএ) থেকে ২০ জুন ২০২১ মানবিকে ডক্টরেট প্রাপ্ত হন। বিশ্ব শান্তি ফেডারেশন এবং এলিট আরব ক্রিয়েটিভ ইউনিয়ন থেকে শান্তির দূত এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হন ০৮ সেপ্টেম্বর ২০২২। ডক্টর অফ হিউম্যানিটি প্রিক্সটন চার্চ এবং বিশ্ববিদ্যালয় থেকে ২৩ অক্টোবর ২০২২। ইত্তেকাল একাডেমী আরব থেকে নোবেল শান্তি পুরস্কার এবং আন্তর্জাতিক শান্তি দূতে ভূষিত হন। গুড সামারিটান থিওলজিক্যাল সেমিনারি আইএনসি থেকে রয়্যাল ডক্টরেট ডক্টর অফ ফিলোসফি ইন কূটনীতি, শান্তি এবং মানবাধিকার অনারিস কসা ২০২৩ । একাডেমি ফর পিস কালচার অ্যান্ড আর্টস থেকে জয়েন্ট অনারারি ডক্টরেট ২০২৩ প্রদান করা হয়েছে।
প্রিক্সটন চার্চ এবং বিশ্ববিদ্যালয়ের মানবতার অধ্যাপক ২৩ মার্চ, ২০২৩। গুড সামারিটান থিওলজিক্যাল সেমিনারি ইনকর্পোরেটেড এবং গ্লোবাল মিনিস্ট্রি অ্যান্ড ডিসিপ্লিন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক শান্তি পুরস্কার। ফ্র্যাঙ্ক পিডিকেএস ইন্টারন্যাশনাল এনআইএএস ইন্টারন্যাশনাল হাসপাতাল ইন্দোনেশিয়া এবং গুড সামারিটান থিওলজিক্যাল সেমিনারি আইএনসি নাইজেরিয়া গ্লোবাল পিস অ্যাওয়ার্ড। এলসা ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ পিস মার্চ-৩১, ২০২৩। ভারতের একটি আন্তর্জাতিক সংস্থা মানম ফাউন্ডেশন থেকে জাতীয় ডাঃ ব্রি. আম্বেদকর লাইফটাইম পুরস্কার। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার। ভারত রাজা শ্রী পুরস্কার অর্জন। উইজডম ইউনিভার্সিটি থেকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর ১লা জানুয়ারী ২০২৩। গ্লোবাল নেশন ওপেন ইউনিভার্সিটি থেকে ১০ জুন, ২০২৩ থেকে ডক্টর অফ সোশ্যাল ওয়ার্ক। সভাপতি বাংলাদেশ শাখা আন্তর্জাতিক মানবাধিকার সহায়তা সমিতি। কবি ভারতের একটি সাহিত্য পরিষদ থেকে আন্তর্জাতিক শারদ পুরস্কার ও শংসাপত্র পান। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের সংবাদপত্রে কবির লেখা প্রকাশিত হয় এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। কবি এ পর্যন্ত ১৬টি যৌথ গ্রন্থ প্রকাশ করেছেন। প্রকাশিত বই এবং যৌথ কবিতার আরও পাঁচটি বই এবং তিনটি একক কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে। কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মনের অজান্তে, উদয়মান কবি তারকা, ব্যাথিত হৃদয়, মিষ্টি প্রভাতী, অপেক্ষার শেষ প্রহর ইত্যাদি। কবি এ পর্যন্ত শত শত সাহিত্য পরিষদ থেকে পুরস্কার ও সনদ পেয়েছেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com