০১ মার্চ ১৯৭৮। কালীগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহন করেন৷ শিক্ষাগত যোগ্যতা: B.A.(Hons.), B.L.I.S. & LL.B. পেশা: ছাত্রজীবনে গৃহশিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু৷
বর্তমানে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে “জেলা দেওয়ানী ও দায়রা আদালত” এর একজন আইনজীবী৷ প্রকাশিত গ্রন্থ: “কথা ও কথাচিত্র” (ছাড়া ও কবিতা সংকলন)৷ প্রাপ্ত পুরস্কার: ১) ভারতীয় গণনাট্য সংঘ এর সুধীন সেন জন্মশতবর্ষ স্মারক৷ ২) “কুলবেড়িয়া প্রগতি সংঘ” এর ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বরচিত কবিতা প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করেন৷ ছাত্রজীবনে A.I.R. Murshidabad বা “আকাশবানী মুর্শিদাবাদ” এর বহু সাহিত্যানুষ্ঠানে তিনি তাঁর স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন এবং ছোটগল্প পাঠ করেন এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য।