শীত এল ঘিরে কুয়াশার চাদর,
মাঘের সকালে জমে সব পাঁজর।
নরম রোদে ভরে ওঠে গাঁ,
হিমেল হাওয়ায় কাঁপে মাঠ-প্রান্তর।
ধানের গন্ধে ভরে মাঠ ঘাট,
খেজুর রসে মিষ্টি সকাল রাত।
গরম ভাঁপা পিঠা, চিতই পিঠে,
শীতের মেলায় খুশি মেলে রীতিমতো।
কাঁপন লাগা এই শীতের ঠাঁই,
পৃথিবীতে যেন শান্তি পাই।
খেজুর গাছের রসের ধারা,
শীতের দিনে নেয় প্রাণ সারা।
শীতকাল সময়ে শান্তির রূপ,
মাঠে ঘাটে সবুজের ছোঁয়া ঢুক।
এই ঋতুর প্রেমে বেঁধে সবাই,
শীতের ছোঁয়ায় শান্তি পাই।