শীতের আগমনে ভোরের ঠান্ডা হাওয়া
কানে কানে বলে যায় কিছু,
শীত মানে গরম শেষ শীতের আগমন
আসছে যে পিছু পিছু।
শীত মানে সকাল হলে ঘন কুয়াশায়
চারিদিকে থাকে ঘেরা,
শীত মানে এদিক সেদিন যায়না দেখা
হয়’না তেমন চলাফেরা।
শীত মানেই খেজুর গাছে বেঁধে রাখে
ছোট ছোট মাটির হাড়ি,
শীত মানে হরেক রকম পিঠা খাওয়া
মনে আনন্দ লাগে ভারি।
শীত মানে গাছে নতুন প্রকৃতির রূপ
দেখি নতুন ফুলের মেলা,
শীতের সকাল পাখির কিচিরমিচির শব্দ
গাছের ডালে করে খেলা।
শীত মানেই সকাল বেলায় ঘুম থেকে
একটু দেরি করে উঠা,
শীত মানেই ভোরে গামছায় কান মুড়িয়ে
কাজের উদ্যেশে ছুটা।
শীত মানে পল্লী গাঁয়ে নতুন ফসল কাঁটা
চাষীদের পরে যায় ধুম,
শীত মানে সকালে শীতের আমেজে
আরাম ধায়ক হয় ঘুম।
শীত মানেই সকাল হলে বন্ধুরা মিলে
করে নানান রকমের খেলা,
শীত মানেই ছোট বড় সবাই মিলেমিশে
আগুন তাপিয়ে কাটায় বেলা।