1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

সময়ের মূল্য দিন — আশরাফুল হক মারুফ 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩১ বার পঠিত
সময়ের মূল্য রচনা

সময় এমন একটি বিষয় যা তার আপন গতিতে চলতে থাকে। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে Time and tide wait for none সময় শ্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ের মূল্য কি? তাকে জিজ্ঞেস করুন,যে সামান্য সময় অপচয়ের জন্য তার কাংখিত বস্তু হাত ছাড়া হয়েছে। সময় তোমাকে অনেক কিছু শিখিয়ে দিবে। তন্মধ্যে আপন,পর কে তা চিনিয়ে দিবে।

 

খারাপ সময়ে আপন মানুষ ছাড়া কেউ পাশে থাকে না। তাই সময়কে কাজে লাগান,ব্যস্ত হয়ে পড়ুন, দেখবেন সময় তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তাই আমাদের সময়ের মূল্য  দিতে হবে। বর্তমান সময়ে নবিণ ছেলে,মেয়েরা মোবাইল ফোনের মাধ্যমে সময়ের অপব্যবহার করছে। ওহে নবিণ ছেলে,মেয়েরা অধ্যাবসি হও সময়ের মূল্য দাও, দেখবে সময় তোমাকে এমন জায়গায় উপস্থিত করেছে যা তুমি কল্পনাও করতে পারবে না।  তাই সময়ের অপব্যবহার থেকে বিরত থাকুন,সময়ের মূল্য দিন, চেষ্টা চালিয়ে যান,হতাশ হবেন না, ইনশাআল্লাহ সাফল্য তোমায় ধরা দিয়ে কাংখিত স্থানে পৌছে দিবে।

 

লেখক: আশরাফুল হক মারুফ 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park