প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
২০২০ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠিত সিপিআই স্পোর্টিং ক্লাব, সিপিআই পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ আবু সাঈদ মো: মাহবুবের উদ্যোগে যাত্রা শুরু করে। ক্লাবটির প্রধান উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ারিং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন। ক্লাবটি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত, যার মোট সদস্য সংখ্যা বর্তমানে ৪০০ জন।
অপরাজিত সাফল্য
ক্রিকেট এবং ফুটবলে ক্লাবটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। পলিটেকনিক পর্যায়ে এখন পর্যন্ত মোট ২৭টি ম্যাচ খেলেছে, যেখানে সিপিআই স্পোর্টিং ক্লাব সবকটিতেই অপরাজিত থেকে জয় লাভ করেছে। ক্লাবটির এই ধারাবাহিক সাফল্য অন্যান্য পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিপিআই স্পোর্টিং ক্লাবকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
টুর্নামেন্টের আয়োজন
ক্লাবটি এ পর্যন্ত ৮টি টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে:
ক্রিকেট: ৪টি টুর্নামেন্ট, যেখানে চতুর্থ আসর বর্তমানে চলমান।
ফুটবল: ৩টি টুর্নামেন্ট।
ব্যাডমিন্টন: ১টি টুর্নামেন্ট।
চলমান টুর্নামেন্টের আকর্ষণ
চলমান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স অ্যানালিস্ট অনিক নিয়োগী। তার উপস্থিতি টুর্নামেন্টে বিশেষ গুরুত্ব ও অনুপ্রেরণা যোগাবে।
সিপিআই স্পোর্টিং ক্লাবের অগ্রযাত্রা
শারীরিক ও মানসিক বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করে সিপিআই স্পোর্টিং ক্লাব ইতোমধ্যেই শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্লাবটি ভবিষ্যতে আরও বেশি টুর্নামেন্ট ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com