সেদিন খুব কেঁদেছিনু মুই
তুমি চলে যাওয়ার পরে
হৃদয় শূন্যতায় চোখের অশ্রু
অঝোরে পরেছে ঝরে।
কি অপরাধ ছিল মোর
বলো হে প্রিয়তমা নারী
কি দোষে মোরে নিঃশ্ব করে
গিয়েছো সেদিন ছাড়ি।
মিথ্যে অভিযোগে অভিমানে
তুমি ছলনা করেছ সেদিন
তাই জবাব দিবে না জানি
বুজবে যেদিন কাদবে সেদিন
কত বেদনায় ভরা ছিল মোর
এক ফোঁটা চোখের পানি।
হয়তো সুখে রবে কোন এক
অজানা নতুন স্বপ্ন ঘরে
যেখানে থাকো সুখে থাকো
ভুলে যেও তুমি মোরে।
ধরনীর ঘূর্ণীতে যদি কোনদিন
দেখা হয় তোমার সনে
ভুলে থাকিও অতীতের স্মৃতি
রাখিও না আর মনে।