চারিদিকে নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার
রাত্রির গভীরতা যখন বাড়তে থাকে
কল্পনার জগতে প্রবেশ হয় লাল নীল রঙিন স্বপ্ন
হরেক রকম মধুর স্বপ্ন
নিয়ে যায় স্বপ্নের দেশে
পঙ্খিরাজ হয়ে উড়ে বেড়ায়
এদেশ ওদেশ ,পাহাড় নদী সাগর
পাড়ি দিয়ে ছুটে চলে
বহুদূরের ঠিকানায়
লাল সবুজের গালিচায় বরণ করে
ধবধবে সাদা রাতের পরীরা
সরাপ পানে ব্যস্ত
ফুল ফলের টসটসে রসালো ভান্ডার
কি নেই?
মন চাইলেই মুখের সামনে হাজির
ঘাসফুলের ছোট্ট ফরিং
ঘুরে বেড়াচ্ছে দিব্বি দিক
পাশেই স্বচ্ছ দুধের ঝর্ণা ধারা
গা এলিয়ে ঠান্ডা হাওয়ায়
শান্তি সুখের মোহনায় ডুব দেয়
দুঃখ কষ্ট যন্ত্রনা এখানে বিলীন
ধরা ছোঁয়ার বাইরে
কল্পনার সবকিছু হাতের মুঠোয়
এক টুকরো জান্নাত।
মূহুর্তেই সুখের স্বপ্ন
নিমিষেই রাতের আঁধারের সাথে
হারিয়ে যায়, কোন এক অজানাতে
পূর্ণতা পায় না হয় স্বপ্নভঙ্গ।