1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

স্বপ্নের অনুভূতি জাতীয় কবি সাহিত্য পরিষদ -এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

প্রতিনিধিঃ এস এম দেলোয়ার জাহান

 

স্বপ্নের অনুভূতি জাতীয় কবি সাহিত্য পরিষদ -এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা অনুষ্ঠান ২০২৪ আজ শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) খ্রি. বেলা ০২.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বপ্নের অনুভূতি জাতীয় কবি সাহিত্য পরিষদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী, কবি, গবেষক, সংগঠক, প্রাবন্ধিক, কলামিস্ট, বহুগ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদক, দৈনিক দেশজগত; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল খালেক মিল্টন; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ আমির হোসেন, জাগরণের কবি ও সংগঠক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া শারমিন তানিশা, কবি ও সংগঠক; ফারহানা আহমেদ পলি, কবি ও সংগঠক; মোস্তফা কামাল পাশা, সম্পাদক, কবি ও সংগঠক; শেফালী হোসেন, কবি ও সংগঠক; এস এম মোতাহার হোসেন, কবি ও সংগঠক; শামীম মিয়া, কবি ও সংগঠক; মোঃ মাসুদার রহমান (মাসুদ), কবি ও সংগঠক; জালালউদ্দিন জীবন, গীতিকার, গল্পকার ও কবি; বেলাল আহমেদ শান্ত, সম্পাদক ও প্রকাশক, দৈনিক জাগ্রত বরিশাল; সৈয়দ আহমেদ সাদি, কবি ও সংগঠক; সভাপতিত্ব করেন জাহিদ ইসলাম জাহিদ, কবি ও সংগঠক; ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম, বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, মুখপাত্র, দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র অভিনেতা ও কবি; মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক; সেলিনা হোসেন, কবি ও সংগঠক; এম এ আলিম, কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট; সাইফ সাদী, কবি ও নজরুল গবেষক; সাইফুর রহমান মিনা, কবি ও সংগঠক; শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক ও সংগঠক; হাসিনা মমতাজ হাসি, কবি, পুঁথি সম্রাজ্ঞী ও আবৃত্তি শিল্পী, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক; গাজী মোঃ আব্দুল আলীম, কবি ও সংগঠক; সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম (ধলু), কবি ও সংগঠক; মিডিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এ রকম আয়োজন পরিষদের বিস্তারে ভূমিকা রাখবে, কবি, লেখক ও সাহিত্যিকদের নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম পরিষদের অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমজাদ শ্রাবণ, কবি, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী।

পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদা রিদওয়ান, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা পরিচালক, স্বপ্নের অনুভূতি জাতীয় কবি সাহিত্য পরিষদ এবং পরিষদের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান আলোচক, বিশেষ অতিথি সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করেন। সর্বশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park