কবি হতে আসিনি, এসেছি শুধু বলার তাগিদে,
মনের গভীরে জমে থাকা কিছু সত্য কথার পালা গাঁথিতে।
কলমের খোঁচায় আঁকা সেই সব ব্যথা,
যে ব্যথা জমেছে পথ চলার পথে, অবহেলায় ঢাকা।
কবিতা লিখতে আসিনি নাম কামানোর বাসনায়,
এসেছি শুধু স্বপ্নে ভরা সেই সাদা কাগজের আহ্বানে।
আমার কথাগুলো পৌঁছাক সবার হৃদয়ে,
কবি না হয়েও শব্দেরা যেন ব্যথা মোছে মনের অন্ধকারে।
এসেছি সেই সব মানুষের পাশে দাঁড়াতে,
যারা কষ্টের জালে বাধা পড়ে নীরবে কাঁদে।
আমার লেখা হয়তো কারো কাছে পৌঁছাবে না,
তবুও লিখবো, যদি কেউ সান্ত্বনার মায়ায় বাঁধে।
কবি হতে আসিনি, এসেছি শুধু গানে,
প্রাণের গভীরে জমানো বেদনায় ভেজা সুরের টানে।
আমার লেখা থাকুক তাদের জন্য,
যারা একাকীত্বের রাতে খোঁজে মনের আপনজন।
তবু যদি কেউ বলে আমায় কবি,
জানবে, আমি এসেছি হৃদয়ের কথা বলতে ছবি।
এসেছি শুধু মানুষের মনের ব্যথা জাগাতে,
কবি না হয়ে সত্যের পথিক হয়ে পাশে দাঁড়াতে।