কোন এক উদাসী বিকেলের
ভেজা ভেজা বাতাসে,
মন খারাপের সভাতে!
অকস্মাৎ তুমি উঁকি দিলে
আলোক বর্তিকা হয়ে।
আমি তখন মুঠো ভরে আলো কুড়িয়ে
নিলাম গায়ে মেখে।
দীপ্তিময় রশ্মির বিচ্ছুরণে
আলোকিত হলাম আমি
ক্ষণিকের তরে।
আমোদ ভরা বক্ষে তখন
নয়া হিল্লোল,নয়া কল্লোল
সহসা যায় খেলা করে।
অসুখসম সুখ যে আর
সয়না সবার ললাটে,
মেঘমালার দল ঘণীভূত হয়ে
গগণের বারি বর্ষিত করে
ধুয়ে দিল সব,
মনের তুলিতে আমার
মানসপটে আঁকা যত
সকল কাল্পনিক চিত্রকে সেই
-“কোন এক উদাসী বিকেলে।”