সবাই বলে আমি নাকি
কাব্য মাঝে ডুবে থাকি
যদিও তা নয়,
ছন্দ মাত্রায় কাব্য লিখি
গুরুর কাছে প্রথম শিখি
ভুবন করতে জয়।
দুইটা একটা কাব্য লিখে
নাম ছড়ালো দিকে দিকে
কবি কি আর হয়?
কবির কলম বীরের মতন
লিখলে ভালো হবে রতন
করবে না তো ভয়।
লিখে লিখে ভরলাম খাতা
পড়ে দেখি লেখা যা-তা
বলার উপায় নাই,
খাতা কলম নিয়ে হাতে
সকাল কিংবা দুপুর রাতে
লিখে শুধু যাই।
কবি হওয়ার ইচ্ছে জাগে
কাব্য লিখতে মাত্রা লাগে
জেনে রেখো তাই,
লিখতে গেলে জানতে হবে
তবেই লেখার মূল্য রবে
পাঠক পড়বে ভাই।