1. admin@ichchashakti.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

কবি হওয়ার সাধ — দীপ্তি চৌধুরী ঘোষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

কবি হওয়ার সাধ

দীপ্তি চৌধুরী ঘোষ

 

সবাই বলে আমি নাকি

কাব্য মাঝে ডুবে থাকি

যদিও তা নয়,

ছন্দ মাত্রায় কাব্য লিখি

গুরুর কাছে প্রথম শিখি

ভুবন করতে জয়।

 

দুইটা একটা কাব্য লিখে

নাম ছড়ালো দিকে দিকে

কবি কি আর হয়?

কবির কলম বীরের মতন

লিখলে ভালো হবে রতন

করবে না তো ভয়।

 

লিখে লিখে ভরলাম খাতা

পড়ে দেখি লেখা যা-তা

বলার উপায় নাই,

খাতা কলম নিয়ে হাতে

সকাল কিংবা দুপুর রাতে

লিখে শুধু যাই।

 

কবি হওয়ার ইচ্ছে জাগে

কাব্য লিখতে মাত্রা লাগে

জেনে রেখো তাই,

লিখতে গেলে জানতে হবে

তবেই লেখার মূল্য রবে

পাঠক পড়বে ভাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park